সোনারপুরের বেসরকারি ইংরাজী মাধ্যম স্কুলে বোমাতঙ্ক, তল্লাশিতে বম্ব স্কোয়াড

0
1

সোনারপুরের একটি বেসরকারি ইংরাজী মাধ্যম স্কুলে বোমাতঙ্ক। একটি ইমেলকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়াল সোনারপুর থানা এলাকার ওই বেসরকারি স্কুলে।জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত, শুক্রবার সকালে স্কুল চলাকালীন স্কুলে একটি ই-মেল আসে। স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলে বোমা আছে বলে লেখা ছিল ওই ই-মেলে।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। প্রশাসনের নির্দেশে দ্রুত স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। স্কুলের হস্টেল থেকেও পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। কোথা থেকে ই-মেল এল, তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, পড়ুয়াদের মধ্যে যাতে আতঙ্ক না ছড়ায় সেই দিকেও নজর রাখা হয়েছিল। সমস্ত পড়ুয়া বেরিয়ে গেলে স্কুলে পুলিশ তল্লাশি চালানো শুরু করে। ইতিমধ্যেই স্কুলে হাজির হয়েছে বম্ব স্কোয়াডের সদস্যরা। শুরু হয়েছে তল্লাশি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ও অভিভাবকদের মধ্যে।আদৌ বোমা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তারা। তবে এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

প্রসঙ্গত, গত এপ্রিলে একসঙ্গে কলকাতার ২০০ টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি মেল পৌঁছেছিল স্কুলগুলোতে। জানানো হয়েছিল, ক্লাসরুমে বোমা রাখা রয়েছে। টাইমার সেট করা রয়েছে। যখন বাচ্চারা স্কুলে থাকবে তখনই বিস্ফোরণ হবে। মেলে জানানো হয়েছিল, উদ্দেশ্যে যতবেশি সংখ্যক সম্ভব মানুষকে রক্তস্নান করানো। ওই মেলেই উল্লেখ করা হয়েছিল দুই জঙ্গি চিং ও ডলের নাম। যদিও পরবর্তী সময়ে দেখা যায় মেলটি ভুয়ো।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.