এক ঝাঁক ভূত আর মজার কাহিনী নিয়ে মুক্তি পেল ‘ভূতের পাল্লায় ভূতনাথ’

0
1

গোটা মুখ সাদা, চোখে গোল গোল কালো ছোপ, ঠোঁটের রঙও কালো। কাঞ্চন মল্লিককে দেখে।চিনতে পারবেন না।‌ আসলে ইনি সেই কাঞ্চন নন, ইনি নাকি ভূত। তিনি নাকি অশরীরী।

এবার নতুন ভূতের ছবিতে দেখা গেল বিধায়ক-অভিনেতাকে। ছবির নাম ‘ভূতের পাল্লায় ভূতনাথ’। এই ছবির কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুমকি চট্টোপাধ্যায়। গা ছমছমে ভয় আর মজার মিশেলে এল এই ছবি। পরিচালনায় বিদিশা চট্টোপাধ্যায়। ছবিতে কাঞ্চন মল্লিক ছাড়াও রয়েছেন এক ঝাঁক তারকা। রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, মানসী সিনহা , রাজু মজুমদার, তরঙ্গ সরকার, এছাড়াও রয়েছেন বাংলা থিয়েটারের চেনা মুখ সন্দীপ চট্টোপাধ্যায়, সুমন্ত রায়, নবাগতা অভিনেত্রীদের মধ্যে রয়েছেন অন্বেষা চট্টোপাধ্যায়।

পরিচালক জানালেন , এই ছবিতে কাঞ্চন মল্লিক যেমন ভূত, তেমনই খরাজ মুখোপাধ্যায়কে দেখা যাবে এক সুদখোর মহাজনের ভূমিকায় এবং মানসী সিনহার দেখা মিলবে এক ঝগড়ুটে বউয়ের চরিত্রে।‌সন্দীপ চট্টোপাধ্যায় কে আমরা দেখতে পাবো এক মজার ব্যবসায়ীর ভূমিকায়, আর একটু ভিন্নধারার চরিত্রে দেখা যাবে আরিয়ান ভৌমিককে। শুক্রবার প্রকাশ্যে এল ছবির চরিত্রদের লুক।

এই ছবির পরিচালক বিদিশা চট্টোপাধ্যায় জানালেন, এই ছবিটি সপরিবারে বসে দেখার মতো একটি ভিন্ন স্বাদের মজা ও হাসির ভূতের ছবি। বাংলা থিয়েটারের সঙ্গে বাংলা ছবির মেলবন্ধন ঘটানোই এই ছবির মূল লক্ষ্য।

ভিন্ন স্বাদের গল্পে দর্শকদের হলমুখী করতেই তিনি এই ছবি বানিয়েছেন বলে জানিয়েছেন পরিচালক বিদিশা। এই ছবিতে গ ছমছমে ভয় আবার মজা সবটাই মিলবে। এস বি এ ফিল্মের ব্যানারে ২২ নভেম্বর নজরুল তীর্থে হলএই ছবির‌ প্রিমিয়ার। উপস্থি ছিলেন অশোক নগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, খাদ্যমন্ত্রী রথীন বোস।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.