ফের উত্তপ্ত আরজি কর, মর্গে ডোমেদের মধ্যে হাতাহাতিতে ভাঙল কম্পিউটার

0
2

ফের উত্তপ্ত আরজি করের (RG Kar Medical College) ক্যাম্পাস চত্বর। বৃহস্পতিবার রাতে হাসপাতালের মর্গের ভিতর গোলমাল হয় তিন ডোমের মধ্যে। অভিযোগ সন্তোষ মল্লিক নামে এক ডোম মদ নিয়ে মর্গের ভিতরে আসেন। তার দুই সহকর্মী শম্ভু মল্লিক ও গৌতম মল্লিকের সঙ্গে বসে মদ্যপান করেন।মদ্যপ অবস্থায় সন্তোষ মল্লিক মর্গের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এরপর মত্ত অবস্থায় মর্গের কম্পিউটার ভাঙচুর করেন। অনেক চেঁচামেচি করলেও সাড়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে আসেন সিআইএসএফের দুই জওয়ান। শেষ পর্যন্ত দরজা ভেঙে উদ্ধার করা হয় অভিযুক্ত তিন ব্যক্তিকে।

এমনকি, হাসপাতালের অন্যান্য সরকারি সম্পত্তিও ভাঙচুর করেন ডোমেরা। বৃহস্পতিবার রাতের ঘটনায় উত্তেজনা ছড়ায় আরজি করে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা পড়েছে। একই সঙ্গে টালা থানাতেও লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা ঘটনার অভিযোগ পেয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।

জানা গিয়েছে, ঘটনার জেরে হাসপাতালের মর্গ বন্ধ রয়েছে। আর তাতেই চূড়ান্ত হয়রানি সাধারণ মানুষের।যে কম্পিউটারগুলো(computer) ভাঙা হয়েছে তাতে একাধিক তথ্য রাখা ছিল বলে জানা যাচ্ছে। ঘটনায় আজ সকাল থেকেই হাসপাতালের ময়নাতদন্তের প্রক্রিয়া বন্ধ। মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই সংবাদের শিরোনামে আরজি কর।ঘটনার প্রতিবাদে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। গত ১৪ অগস্ট রাতে এমনই এক কর্মসূচি চলাকালীন একদল লোক আরজি করে ঢুকে ভাঙচুর চালান। তারপরেও এই ঘটনা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.