এবার জালিয়াতি রুখতে ‘কন্যাশ্রী’ পোর্টালেও নিরাপত্তা বাড়ানোর পরামর্শ রাজ্যের

0
2

ট্যাব কাণ্ডের পর এবার কন্যাশ্রী পোর্টালেও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা। ন্যাশনাল ইনফর্মেটিক্স সেন্টার (নিক) ইতিমধ্যেই রাজ্য সরকারকে এই বিষয়ে সতর্ক করেছে। নারী-শিশু কল্যাণ দফতর সমস্ত জেলাকে চিঠি দিয়ে জানিয়েছে, কন্যাশ্রী পোর্টালের নিরাপত্তা আরও আঁটসাঁট করতে কী কী ব্যবস্থা নিতে হবে। পাসওয়ার্ড পরিবর্তন করার পাশাপাশি সমস্ত অপারেটিং সিস্টেম আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। সিস্টেম থেকে অযাচিত সফ্টওয়্যার সরাতে হবে। যথাযথ অ্যান্টিভাইরাস ব্যবহার ও নিয়মিত সিকিউরিটি স্ক্যান করারও নির্দেশ দেওয়া হয়েছে। ওয়েব ব্রাউজারে তথ্য সেভ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এই চিঠি রাজ্যের বেশ কয়েকটি বিদ্যালয়েও পাঠানো হয়েছে ।

আসলে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির পর এবার কন্যাশ্রী পোর্টালেও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ। নিয়মিত ব্যবধানে পাসওয়ার্ড পরিবর্তন করার পাশাপাশি সমস্ত অপারেটিং সিস্টেম আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।এই চিঠি রাজ্যের বেশ কয়েকটি বিদ্যালয়েও পাঠানো হয়েছে। ‘কন্যাশ্রী প্রকল্প’  রাজ্য সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলিষ্ঠ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের আর্থিক সাহায্যের মাধ্যমে বাল্য বিবাহ রোধ করার জন্য এবং নারী শিক্ষা সুনিশ্চিত করার জন্য েই প্রকল্পের সূচনা করেন। এর পরিকল্পনা এবং সার্থক রূপায়নের জন্য এটি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মানে সম্মানিত হয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.