প্রশিক্ষকের ‘শাসন’! দৃষ্টি হারানোর আশঙ্কা ছাত্রের, গ্রেফতার অভিযুক্ত

0
1

‘অপরাধ’ ছিল কম্পিউটার ক্লাসে (Computer Class) কথা বলা। আর তার ‘শাস্তি’ দিতে এমন মারা হল ছাত্রকে, যে তার দৃষ্টি আর ফিরবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঘটনা উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের। অভিযোগ, বেসরকারি একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকের মারে চোখ খোয়াতে বসেছে সেন্ট অগাস্টাইন ডে স্কুলের ক্লাস সেভেনের ছাত্র পথিকৃৎ দাস। অভিযুক্ত শিক্ষক সুসময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ (Police)।

শ্যামনগর ২৪ নম্বর রেলগেটের কাছে একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে গত দু-বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছিল ১২ বছরের পথিকৃৎ। অভিযোগ, ১৪ নভেম্বর প্রশিক্ষণ কেন্দ্রে ক্লাস চলাকালীন কথা বলায় পথিকৃৎকে মারেন শিক্ষক সুসময়। তার বাঁ চোখে মারাত্মক আঘাত লাগে। বাড়িতে আসার পরেই চোখ ফুলে ওঠে, সঙ্গে তীব্র যন্ত্রণা। স্থানীয় চিকিৎসকের অপারেশনের পরামর্শ দেন। ওই ছাত্রের বাবা-মা সঙ্গে সঙ্গে তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চোখে অস্ত্রোপচার হয়। কিন্তু তারপরেও ওই চোখে দৃষ্টি ফিরবে কি না সে বিষেয় নিশ্চিত নন চিকিৎসকরা।

এর পরেই সোমবার পথিকৃতের পিসি নিবেদিতা মোদক জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ (Police)। জেরা করে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইছে তারা।