পুণ্যযাত্রা শেষে পরিচ্ছন্নতার কাজ শুরু হতেই বদ্রীনাথ (Badrinath Dham) সংলগ্ন এলাকা থেকে মিলল টন টন বর্জ্য পদার্থ। প্রশাসন সূত্রে খবর চারধাম যাত্রায় এ বছরে ৪৭ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। চলতি মরসুমের এই যাত্রা শেষ হয় গত ১৭ নভেম্বর। এরপরই পরিচ্ছন্নতার কাজ (Waste Clearance Work) শুরু করেছে ‘পর্যাবরণ মিত্র’। যদিও চারধাম থেকে মোট কত টন বর্জ্য উদ্ধার হয়েছে, সে সম্পর্কে স্পষ্ট কোনও হিসাব পরিসংখ্যান এখনও মেলেনি।
বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির হিসাব বলছে, বদ্রীনাথ ধামে এই মরসুমে ১৪ লক্ষ ৩৫ হাজার ৩৪১ পুণ্যার্থী হাজির হন। কেদারনাথ ধামে (Kedarnath Dham) উপস্থিত হয়েছিলেন ১৬ লক্ষ ৫২ হাজার ৭৬ জন। এ বছরে পরিচ্ছন্নতা নিয়েও পুণ্যার্থীদের মধ্যে প্রচার চালানো হয়। এখনও পর্যন্ত যা খবর তাতে মূলত ব্রহ্ম কপাল, অষ্ট পথ, তপ্ত কুণ্ড, মেন বাজার এবং মানা গ্রাম থেকেই দেড় টন বর্জ্য উদ্ধার হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে ৫০ জনের একটি বিশেষ দল এই পরিছন্নতার কাজ চালিয়ে যাচ্ছে।