বাংলাদেশে এখনই গণতন্ত্র ফেরার কোনও সম্ভাবনা নেই। গণতন্ত্র ফিরতে এখনও দেড় বছরের বেশি সময় লাগবে! এমনটাই জানিয়েছেন, মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন। অগাস্টে ইউনুস জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। এর পরে অক্টোবরে অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ২০২৫ সালে নির্বাচনের আয়োজন করা সম্ভব।কিন্তু এবারের বক্তব্য সেই সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিল।
আসিফের বক্তব্য ছিল, নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি প্রয়োজন।দরকার ভোটার তালিকা সংশোধন করা। চলতি বছরের গোড়ায় তৎকালীন হাসিনা সরকার আয়োজিত নির্বাচনে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ নিয়ে অশান্তি হয়েছিল। সে কথাও মনে করিয়ে দিয়েছিলেন তিনি।ভোট পরিচালনার জন্য নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ‘যোগ্য ব্যক্তিদের বাছাই করার জন্য’ গত ৩০ অক্টোবর ছয় সদস্যের সার্চ কমিটি গড়ে ইউনুস সরকার। কিন্তু তারপরেও কেন নির্বাচনের জন্য দেড় বছর সময় লাগবে. তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই পরিস্থিতিতে পূর্ব লন্ডনে জামাতের শীর্ষ নেতা আমির ডা.শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, বিএনপি বলছে তারা চায় না আওয়ামি লিগ নিষিদ্ধ হোক। আমরাও আওয়ামি লিগকে নিষিদ্ধ করতে চাই না। ঐক্যবদ্ধ থেকে আমাদের সবাইকে জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে। প্রসঙ্গত, গত ৫ অগাস্ট আওয়ামি লিগ ক্ষমতাচ্যুত হয়। তারপর থেকেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় থেকে আওয়মি লিগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ উঠেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মতবিরোধের পাশাপাশি কূটনৈতিক চাপের কথাও শোনা গিয়েছে। যদিও বিএনপি, জামাতের মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলিই এখন পুরনো ‘শত্রু’ আওয়ামি লিগকে ‘বন্ধু’ বলে মনে করছে।আসলে ইউনুস সরকারের অভিসন্ধি নিয়ে তারা আশঙ্কিত।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ঢাকার মহাখালিতে সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশা চালকেরা।আগারগাঁও ও বসিলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এর জেরে মহাখালি, আগারগাঁও, বসিলার আশপাশের এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। অন্যদিকে মহাখালিতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।ইউনুস সরকার এই বিক্ষোভ সামলাতে ব্যর্থ।গত মঙ্গলবার হাইকোর্ট একটি নির্দেশ দিয়ে বলে, মহানগরীর পথে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ করতে অথবে অথবা বিধিনিষেধ আরোপ করতে হবে।এরপরই বিক্ষোভে নামে তারা।সবমিলিয়ে এখনও বাংলাদেশের পরিস্থিতি স্বাবাবিক নয়।