আগামিকাল থেকে শুরু আইলিগ, সম্প্রচারে শ্রাচী, চোখ থাকুক SSEN অ্যাপে

0
4

হাতে আর মাত্র কয়েক ঘন্টা তারপরই শুরু ২০২৪-২৫ আইলিগ । প্রথম ম্যাচে মুখোমুখি গোকুলাম কেরালা এবং শ্রীনিধি ডেকান । আর এই ম্যাচ দেখা যাবে SSEN অ্যাপে। যা শ্রাচী গ্রুপ। সদ্য প্রকাশিত SSEN অ্যাপে আইলিগের খেলাগুলো দেখানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রাচী। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়ে দেয় SSEN।

প্রসঙ্গত ,গত রবিবার ফেডারেশনের তরফে শ্রাচী গ্রুপকে জানিয়ে দেওয়া হয়েছিল তারা সম্প্রচারের বরাত পেয়েছে। মূলত অনলাইনে খেলা সম্প্রচারের জন্য বিড করেছিল তারা। ফেডারেশনের তরফেও এও জানিয়ে দেওয়া হয়ে শ্রাচী নিয়ম মাফিক বিড করেছিল। বেশ কয়েকদিন ধরেই আইলিগের সম্প্রচার নিয়ে চলছে জটিলতা। গত সোমবার এআইএফএফ-এর সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে কথা বলেন লিগের ১২টি ক্লাবের কর্তারা। এরপরেই সমস্যার সমাধান হয় বলে খবর।

প্রসঙ্গত, প্রথমবার সম্প্রচারের স্বত্বের জন্য টেন্ডার ডেকে প্রত্যাহার করেছিল AIFF। এরপর দ্বিতীয়বার যখন ফেডারেশনের তরফে টেন্ডার ডাকা হয় তখন শুধুমাত্র শ্রাচীই বিড করেছিল। একক হওয়ায় শেষ পর্যন্ত সম্প্রচারের বরাত পায় শ্রাচী। আর এরপরই শ্রাচী ম্যাচ সম্প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে নিজেরা একটি অ্যাপকে সামনে আনে। SSEN নামে সেই অ্যাপের মাধ্যমে এবারের আই লিগ সম্প্রচার করবে শ্রাচী।

বেশ কয়েকদিন ধরেই আইলিগ সম্প্রচার নিয়ে চলছিল বিতর্ক। আই লিগের ক্লাবগুলির বক্তব্য ছিল, সোনিতে খেলা দেখালে তবেই তারা টুর্নামেন্টে অংশ নেবে। তাদের তরফে বলা হয়, ইতিমধ্যেই সোনিতে লিগ সম্প্রচার করা হবে বলে স্পনসরশিপের জন্য কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে রাখা হয়েছিল। এখন যদি তা না হয় তবে কমিটমেন্ট সমস্যায় পড়তে হবে তাদের। এরপরই ক্লাব-জোটের সঙ্গে আলোচনায় বসে ফেডারেশন।

আরও পড়ুন- ‘বিরাট জানে ওর কি করতে হবে’, কিছু শেখানোর নেই’, অজিদের বিরুদ্ধে নামার আগে বললেন বুমরাহ