CID-র খোলনলচে বদলাচ্ছেন মুখ্যমন্ত্রী, দুর্নীতি করলে বাঁচাব না: কড়া বার্তা

0
3

রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। CID-র খোলনলচে বদলাতে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বৃহস্পতিবা নবান্নের বৈঠকেই ডিজি রাজীব কুমারকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, এসটিএফ এবং অ্যান্টিকরাপশন ব্যুরোকে আরও শক্তিশালী করতে হবে। এর সঙ্গেই তিনি জানিয়ে দেন পুরো সিআইডির রদবদল করবেন। ডিজিকে দায়িত্ব দিয়েছেন এই সংক্রান্ত বিষয়ে তাঁর কাছে প্রস্তাব পাঠাতে। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ এলে তার সত্যতা খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। ডিজিকে মুখ্যমন্ত্রীর পরামর্শ, অনেকে মিথ্যে অভিযোগও করে। ভাল করে যাচাই করে নিতে হবে। কেউ বাধা দেবে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, এক্ষেত্রে কেউ বাধা দিলেও আমি শুনব না। আমি তো আমার কথাই শুনব না! তোমরা কাকে ভয় পাচ্ছ! এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, দুর্নীতি করলে বাঁচাব না।

এমনকী রেল এবং সীমান্তে কড়া নজরদারির মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, রেলেও অস্ত্র আসছে। দুষ্কৃতীরা আসছে। এগুলো দেখার দায়িত্ব জিআরপি সিআরপিএফের। এপ্রসঙ্গে নিজেকেই মুখ্যমন্ত্রীর নির্দেশ, রেলের জিএমদের নিয়ে বৈঠক করে গোটা বিষয়টি পর্যালোচনা ও সমাধানসূত্র বার করতে হবে। সীমান্ত এলাকাতেও দুষ্কৃতীরা অবাধে যাতায়াত করছে। সীমান্ত দেখার দায়িত্বে বিএসএফ, সিআইএসএফ। তাদের ভূমিকার প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর বক্তব্য, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব বর্ডার দেখার, আমাদের নয়। তারা কী করছে?

এখন থেকে রোজ দিনে এবং রাতে নাকা চেকিংয়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মানুষকে এ বিষয়ে সহযোগিতা করতে হবে। প্রয়োজনে রেলিও নাকা চেকিং দরকার। অস্ত্র ঢুকছে রেলে। ওদেরও দায়িত্ব আছে এবিষয়ে। সীমান্ত দিয়ে গরু, কয়লা পাচার হয়ে যাচ্ছে। এসব আটকানোর দায়িত্ব আমাদের নয়। বিএসএফ, সিআইএসএফের। এক রাজ্য থেকে কোন রাজ্যে চলে যাচ্ছে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের পাশের দেশে অন্য পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সরকারের উচিত ছিল আরও সক্রিয় থাকার, তাঁরা সেটা করেননি। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বলে এবিষয়ে বিশদে কোনও কথা বলতে চাননি মুখ্যমন্ত্রী। তবে এদিক থেকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, অদূর ভবিষ্যতে রাজ্যের আইনশৃঙ্খলা এবং অন্যান্য স্পর্শকাতর বিষয়ে কোনওরকম ঢিলামি তিনি বরদাস্ত করবেন না।

আরও পড়ুন- ফাঁস গৌতম আদানির প্রতারণা, জারি গ্রেফতারি পরোয়ানা! বিরোধীদের তোপের মুখে মোদি সরকার