কার্যালয়ে মহিলা সদস্যকে মারধর! ধৃত বিজেপির পঞ্চায়েত প্রধান

0
2

দলীয় কার্যালয়ে মহিলা সদস্যকে মারধর। ন্যক্কারজনক ঘটনায় ধৃত মানিকচকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান শক্তি মন্ডল। তাঁকে গ্রেফতার করল মালদহের মানিকচক থানার পুলিশ।

প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত মঙ্গলবার রাতে মানিকচক বিজেপি কার্যালয়ে এক মহিলাকে মারধর করেন। আক্রান্ত মহিলার নাম প্রতিমা মন্ডল। তিনি বিজেপি পরিচালিত ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপিরই মহিলা পঞ্চায়েত সদস্য। তাঁর ছেলে বঙ্কিম মন্ডল অভিযোগ করেন, তাঁর মা দলীয় প্রধানের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছিলেন। যা নিয়ে গত মঙ্গলবার রাতে মানিকচক বিজেপি কার্যালয়ে বিজেপির জেলা নেতৃত্ব আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলতে তাঁর মাকে ডেকে পাঠান। সেখানেই দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মন্ডল এবং তার দুই অনুগামী দীপঙ্কর মন্ডল ও ফেকন মন্ডল মিলে তাঁর মাকে মারধর করেন। এই বিষয়ে বিজেপির আক্রান্ত মহিলা পঞ্চায়েত সদস্য মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন- ঘুষকাণ্ডের খবর আসতেই বিপুল ধস আদানি গ্রুপের শেয়ারে! ১২ হাজার কোটির লোকসান LIC- র