বঙ্গকন্যার সঙ্গে রহমানের পরকীয়া! সুরকারের সহশিল্পী মোহিনীর পোস্টে বাড়ছে গুঞ্জন

0
2

দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান (AR Rahman)। এই খবরে যখন তোলপাড় শুরু হয়েছে ঠিক তখনই সুরকারের টিমের গিটারবাদক বঙ্গ তনয়া মোহিনী দে (Mohini Dey)-র এক সোশাল মিডিয়া পোস্টে নিজের বিবাহবিচ্ছেদের কথা জানালেন। এরপরই দুয়ে দুয়ে চার করতে শুরু করেছে সমাজমাধ্যম (Social media)। তাহলে কি বাঙালি কন্যার প্রেমে পড়েই সায়রার সঙ্গে ডিভোর্স করলেন রহমান? বাড়ছে গুঞ্জন।

কলকাতার মেয়ে ২৯ বছরের মোহিনী গিটার শিল্পী হিসেবে, এ আর রহমানের (AR Rahman) সঙ্গে দেশে-বিদেশে ৪০টিরও বেশি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। দুজনের মধ্যে বেশ ঘনিষ্ঠতাও রয়েছে বলে টিমের বাকি মেম্বারদের থেকে জানা গেছে। সেই মোহিনী সোশ্যাল মিডিয়ায় স্বামী মার্কের (Mark) সঙ্গে ডিভোর্সের বিষয়টি জানিয়ে একটি লম্বা পোস্ট করেছেন। যদিও বিচ্ছেদ হলেও দুজনে খুব ভাল বন্ধু হিসেবে থাকবেন বলেই দাবি শিল্পীর। অন্যদিকে সায়রাকে কেন ডিভোর্স দিলেন রহমান তা নিয়ে অনুরাগীদের মনে ধোঁয়াশা কাটছে না। খাতিজা, রহিমা ও আমিন, সুরকারের তিন সন্তানের মা অবশ্য বিবাহ বিচ্ছেদ নিয়ে আলাদা করে কোনও মন্তব্য করতে চাননি। তবে এক্স হ্যান্ডেলে রহমান নিজের ও সায়রার যৌথ বিবৃতি শেয়ার করেছেন, যেখানে লিখেছেন দাম্পত্যের গ্র্যান্ড থার্টিতে যাওয়ার আগে ভাঙ্গা মনের ভারে একসঙ্গে থাকা হল না। তাহলে কি এবার রহমান আর মোহিনীর নতুন গল্প শুরু হওয়ার পথে? আপাতত মুখে কুলুপ দুজনেরই।