ভোররাতে উত্তর প্রদেশের আলিগড়ের (Aligarh, Uttarpradesh) কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় পাঁচ মাসের শিশুসহ পাঁচজনের মৃত্যুর খবর। জানা যায় যমুনা এক্সপ্রেসওয়েতে লরি ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন বাসের গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে। একজন মহিলা সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরও ১৫ জন৷
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ডবল ডেকার যাত্রীবাহী বাসটি দিল্লি থেকে উত্তর প্রদেশের আজমগড়ের দিকে যাচ্ছিল৷ তাপ্পল থানার কাছে লরির পিছনে ধাক্কা মারে৷ সংঘর্ষ এতটাই তীব্র হয় যে বাসের সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়৷ ভিতরেই আটকে পড়েন যাত্রীরা৷ আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের মধ্যে দুজনকে সনাক্ত করা যায়নি।