কাউন্সিলের বৈঠকে পর পর ৬ বার অনুপস্থিত। তৃণমূল নেতা ডাঃ শান্তনু সেনকে (Shantanu Sen) রাজ্য মেডিক্যাল কাউন্সিলের পদ থেকে সরানো আর্জি জানিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি পাঠালেন সংস্থার সভাপতি তথা তৃণমূল (TMC) বিধায়ক সুদীপ্ত রায় (Sudipto Ray)। ওই পদে অন্য কাউকে মনোনীত করার আবেদনও জানানো হয়েছে।

মঙ্গলবার, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে পাঠানো চিঠিতে ৬টি তারিখ উল্লেখ করেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি। তাঁর অভিযোগ, ওই তারিখগুলিতে কাউন্সিলের বৈঠক হলেও তাতে হাজির হননি শান্তনু। কাউন্সিলের নিয়মানুযায়ী, পর পর তিনটি বৈঠকে যদি কোনও সদস্য উপস্থিত না হন, তবে তাঁর সদস্যপদ বাতিল হবে। শান্তনু ৬টি বৈঠকে অনুপস্থিত। সেই কারণেই তাঁর সদস্যপদ বাতিলের আর্জি জানান সুদীপ্ত। শান্তনু ছাড়াও কাউন্সিলের বাকি দুই সদস্য- নির্মল মাজি ও সৌরভ পাল। একই সঙ্গে শান্তনুর জায়গায় ওই পদে নতুন কাউকে মনোনীত করার আর্জিও জানান সুদীপ্ত (Sudipto Ray)।








































































































































