স্বাক্ষরিত হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড কোম্পানির নতুন বেতন চুক্তি। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) উপস্থিতিতে এই চুক্তি হয়। মঙ্গলবার. দীর্ঘ ৫ ঘণ্টা ধরে ত্রিপাক্ষিক আলোচনার পর রাত ৮ টায় নব মহাকরণে নতুন বেতন কাঠামো নির্ধারণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রত্যক্ষভাবে ১২৬১ জন ঠিকা শ্রমিক এবং পরোক্ষে আরও ৮০০ অস্থায়ী, ক্যাজুয়াল শ্রমিক উপকৃত হবেন। শ্রমিকেরা তাদের বর্ধিত বেতন পাবেন। এই নতুন চুক্তি ২০২৮ পর্যন্ত লাগু থাকবে। নতুন চুক্তি অনুসারে একজন অদক্ষ শ্রমিকের মাসিক ৭৪১০ টাকা, স্বপ্ল প্রশিক্ষিত শ্রমিকের মাসিক ৮১৩৯ টাকা, দক্ষ শ্রমিকের মাসিক ৮১৯০ টাকা এবং অতি দক্ষ শ্রমিকের মাসিক ৯১৮৯ টাকা বেতন বৃদ্ধি হবে।
ত্রিপাক্ষিক এই বৈঠকে শ্রমমন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া পেট্রোকেমিক্যাল কারখানার পক্ষে সঞ্জয় ভাটনগর (প্লান্ট হেড), অরুণাভ মৈত্র (ভিপি), তুষার মজুমদার ( জিএম), INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তমলুক সাংগঠনিক জেলার INTTUC নেতৃত্ব, কারখানার শ্রমিক প্রতিনিধিরা।
শ্রম দফতরের তরফ থেকে উপস্থিত ছিলেন ওএসডি এবং স্পেশাল লেবার কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত এবং হলদিয়ার ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত। এই চুক্তির ফলে খুশির হাওয়া শ্রমিক মহলে।