বড়সড় রদবদল রাজ্য – কলকাতা পুলিশে, ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান পদ থেকে সরলেন মুরলীধর শর্মা

0
2

বড়সড় রদবদল রাজ্য ও কলকাতা পুলিশে। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান ছিলেন মুরলীধর শর্মা। তাঁকে বদলি করে পাঠানো হল ব্যারাকপুর পুলিশ একাডেমিতে। শুধু তাই নয় কলকাতা পুলিশের এডিশনাল সিপি ছিলেন তিনি। এবার কলকাতা পুলিশের মুরলীধর শর্মার জায়গায় এডিশনাল সিপি হলেন প্রণব কুমার।

হাওড়া কমিশনারেটেও একাধিক পদে রদবদল ঘটাল নবান্ন। হাওড়া গ্রামীণ জেলার নতুন পুলিশ সুপার হচ্ছেন সুবিমল পাল তিনি ছিলেন হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল। হাওড়া গ্রামীণ এর বর্তমান পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া কে সাইবার সুরক্ষা বিভাগের পুলিশ সুপার করা হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি সাউথ বিশ্বজিৎ মাহাতো ওই কমিশনারেটের ডিসি সেন্ট্রাল পদে এসেছেন। সুরিন্দর সিং হয়েছেন হাওড়া পুলিশ কমিশনারের নতুন ডিসি সাউথ। সবমিলিয়ে বছর শেষের আগেই পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল ঘটাল নবান্ন।

আরও পড়ুন- স্বাক্ষরিত হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড কোম্পানির নয়া বেতন চুক্তি