চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি! শনিবার ফল ঘোষণা রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের

0
1

আগামী শনিবার রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ফল ঘোষণা হবে। ঝাড়খন্ড এবং মহারাষ্ট্র বিধানসভার সঙ্গে সঙ্গেই রাজ্যের এই আসনগুলির উপনির্বাচনের ভোট গণনা হবে।

শনিবার সকাল আটটা থেকে গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যলট গোনার কাজ শুরু হবে তারপর একে একে ইভিএমের গণনা শুরু হবে। কমিশন জানিয়েছে দুপুর একটার মধ্যেই সিংহভাগ ফলাফল হয়ে যাবে।তবে ফলাফল সম্পূর্ণ ঘোষণা হতে সন্ধ্যে গড়িয়ে যাবে। গণনা এবং ফলপ্রকাশের শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। ভোটের মতো গণনা কেন্দ্রেও কঠোর নিরাপত্তা রাখার উপর জোর দেওয়া হয়েছে।

সিতাই বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে দিনহাটা কলেজে। সেখানে ২৮ টি টেবিলে ১২ রাউন্ড ভোট গণনা হবে। মাদারিহাট কেন্দ্রের গণনা হবে আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে। সেখানে ২৮ টি গণনা টেবিলে ৯ রাউন্ড ভোট গণনা হবে। নৈহাটি বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা হবে বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। সেখানে দুটি গণনা কক্ষে মোট ২৭ টি টেবিলে ১০ রাউন্ড ভোট গণনা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা কেন্দ্র হাড়োয়া পিজি স্কুল। সেখানে কুড়িটি গণনা টেবিলে ১৪ রাউন্ড ভোট গণনা হবে। মেদিনীপুর কলেজে ওই কেন্দ্রের ভোট গণনা হবে। এখানে গণনা টেবিলের সংখ্যা ১৮টি। মোট ১৭ রাউন্ড ভোট গণনার পর চূড়ান্ত ফল জানানো হবে। বাঁকুড়ার তালডাংরা বিধানসভার উপনির্বাচনের ভোট গণনা হবে সিমলাপাল মদনমোহন হাই স্কুলের সেখানে ২৪ টি গণনা টেবিলের ১১ নং ভোট গণনা করা হবে বলে জানানো হয়েছে।

সিতাই উপনির্বাচন বিধান সভা কেন্দ্র:
গণনা কেন্দ্র: দিনহাটা কলেজ।
পোলিং স্টেশন: ৩০০।
হল নম্বর ১: ২৫ টি গণনা টেবিল।
গণনা রাউন্ড : ১২ রাউন্ড গণনা
হল নম্বর ২ : ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম: ৩ টে কাউন্টিং টেবিল।
স্ট্রং রুম: ২ টি।

মাদারিহাট উপনির্বাচন বিধান সভা কেন্দ্র:
গণনা কেন্দ্র: আলিপুরদ্বার ইনডোর স্টেডিয়াম।
পোলিং স্টেশন: ২২৬ ।
হল নম্বর ১: ২৮ টি গণনা টেবিল।
গণনা রাউন্ড : ৯ রাউন্ড গণনা
হল নম্বর ২ : ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম: ১০ টি কাউন্টিং টেবিল।
স্ট্রং রুম: ২ টি।

নৈহাটি উপনির্বাচন বিধান সভা কেন্দ্র:
গণনা কেন্দ্র: বঙ্কিমঞ্জলি স্টেডিয়াম।
পোলিং স্টেশন: ২১০ ।
হল নম্বর ১: ২১ টি গণনা টেবিল।
গণনা রাউন্ড : ১০ রাউন্ড গণনা
হল নম্বর ১ : ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম: ৬ টি কাউন্টিং টেবিল।
স্ট্রং রুম: ১ টি।

হাডোয়া উপনির্বাচন বিধান সভা কেন্দ্র:
গণনা কেন্দ্র: হাডোয়া পি জি হাই স্কুল ।
পোলিং স্টেশন: ২৭৯ ।
হল নম্বর ১: ২০ টি গণনা টেবিল।
গণনা রাউন্ড : ১৪ রাউন্ড গণনা
হল নম্বর ১ : ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম: ২ টি কাউন্টিং টেবিল।
স্ট্রং রুম: ৩ টি।

আরও পড়ুন- সরকারি নিয়মকানুন উপেক্ষা, ৪১ নার্সিংহোমকে শোকজ দক্ষিণ ২৪ পরগনা মুখ্য স্বাস্থ্য আধকারিকের

মেদিনীপুর উপনির্বাচন বিধান সভা কেন্দ্র:
গণনা কেন্দ্র: মেদিনীপুর কলেজ।
পোলিং স্টেশন: ৩০৪।
হল নম্বর ২ : ১৮ টি গণনা টেবিল।
গণনা রাউন্ড : ১৭ টি রাউন্ড গণনা
হল নম্বর ১ : ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম: ৩ টি কাউন্টিং টেবিল।
স্ট্রং রুম: ৩ টি।

তালডাঙ্গরা উপনির্বাচন বিধান সভা কেন্দ্র:
গণনা কেন্দ্র: সিমলাপাল মদনমোহন হাই স্কুল ।
পোলিং স্টেশন: ২৬৪ টি।
হল নম্বর ৩ : ২৪ টি গণনা টেবিল।
গণনা রাউন্ড : ১১ টি রাউন্ড গণনা
হল নম্বর ২ : ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম: ৭ টি কাউন্টিং টেবিল।
স্ট্রং রুম: ২ টি।