রেলের দীর্ঘ টালাবাহানার পর চাপে পড়ে পাহাড়-সমতলে ফের টয়ট্রেন পরিষবা চালু করে প্রথমেই হোঁচট খেল। চার মাস পর চালু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যাত্রী-বিক্ষোভের মুখে পড়ল রেল। বিকল হয়ে যায় ইঞ্জিন। রবিবার ট্রেন সমতল ছেড়ে পাহাড়ে উঠে তিনধারিয়া ও চুনাভাটির মাঝে হঠাৎই থেমে যায়। চালক চেষ্টা করেও ট্রেন এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না। খবর দেওয়া হয় রেলের তিনধারিয়া ওয়ার্কশপে। সেখানকার ইঞ্জিনিয়াররা এসে ইঞ্জিনের গোলযোগ মেরামত করেন। প্রায় একঘণ্টা সেখানে দাঁড়িয়ে থাকে ট্রেন। এতে পর্যটকেরা বিরক্ত হয়ে দফায়-দফায় বিক্ষোভ।
পাশাপাশি সোমবার আচমকা ইঞ্জিন বিকল রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটির। ঘটনায় বিলম্বে রওনা দিল ট্রেন। সোমবার বিকেলে ৭৫৭০৫ ডাউন রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটি ট্রেনটি প্রতিদিনের মতো রাধিকাপুর থেকে যাত্রা শুরু করে। কালিয়াগঞ্জ স্টেশনে আচমকা ইঞ্জিন বিকল হয়ে পড়ে ট্রেনটির। ঘটনায় প্রায় একঘন্টা কালিয়াগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। এতে হয়রানীর মুখে পড়ে যাত্রীরা। রেল সূত্রে খবর ট্রেনটির ব্রেক ডাউন হয়ে যাওয়ায় বিপত্তি দেখা দেয়। ট্রেন মেরামতের পর শিলিগুড়ি উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন।
আরও পড়ুন- হ্যাকার চক্রের পর্দাফাঁস কলকাতা পুলিশের! ট্যাবের টাকা গায়েবে গ্রেফতার আরও ৪ পান্ডা