মর্মান্তিক! আবাসনের চার তলা থেকে পড়ে মৃত্যু হল পড়ুয়ার। বছর আঠারোর ওই তরুণীর নাম দীপাঞ্জনা গোস্বামী। উত্তরপাড়ার ঘটনা।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে স্নান করার পর পাখি নিয়ে আবাসনের ছাদের রেলিংয়ে বসে ছিলেন ওই তরুণী । হঠাৎই কোনোভাবে ডিস ব্যালেন্স হয়ে চার তলা ছাদ থেকে নিচের রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে আসা হয় । বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । পরবর্তী সময়ে তার মৃতদেহ উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
তরুণীর বাবা সুজন গোস্বামী জানান প্রতিদিনের মতোই মঙ্গলবার দুপুরে স্নান করার পর ছাদে গিয়ে ছাদের গার্ডোয়ালে বসেছিল দীপাঞ্জনা । সেই সময় তার সাথে কথাও হয়েছিল । তাকে নিচে যেতে বলা হলে সে জানায় কিছুক্ষণের মধ্যেই সে নিচে ফ্ল্যাটে যাচ্ছে । বেলা দুটো নাগাদ কোনভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সে ফ্ল্যাটের সামনের রাস্তায় পড়ে যায় । কীভাবে ওই ছাত্রী পড়ে গেল আত্মহত্যা না অন্য কিছু তার খতিয়ে দেখতে ইতিমধ্যেই উত্তরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে । একমাত্র মেয়েকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তার বাবা সুজন গোস্বামী । ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে ।
আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নির্বাচন জিতে দেখাও: হুমায়ুনকে কেন চ্যালেঞ্জ ফিরহাদের!