ভারতীয় মৎস্যজীবীদের উদ্ধার করল উপকূলরক্ষা বাহিনী। রবিবার বিকেলে ৭ ভারতীয় মৎস্যজীবীকে বন্দি করেছিল পাকিস্তানি মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। তাঁদের উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষা বাহিনী।
১৭ নভেম্বর দুপুর ৩টে নাগাদ ভারতীয় মৎস্যজীবীদের নৌকা ‘কাল ভৈরব’ আরব সাগরের নো ফিশিং জোন পার্শ্ববর্তী এলাকায় ঢুকে পড়ে। ভারতীয় জলসীমা থেকেই তাঁদের আটক করে পাক বাহিনী। এরপর বন্দি মৎস্যজীবীদের একজন একজন দ্রুত রেডিও বার্তায় খবর পাঠায় ভারতীয় বাহিনীর বোটে। তৎক্ষণাৎ পাকিস্তানের বোটটির পিছু নেয় ভারতের উপকূরক্ষা বাহিনী। ওই বোট আটকে ৭ মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে কাল ভৈরব বোটটি।
আরও পড়ুন- প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেবশর্মা, অভিনেত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী