প্রত্যেক তিন বছর অন্তর প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে অনুমোদন পুনর্নবীকরণ করতে হয় ডিএলএড শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। কিন্তু সেখানে পরিকাঠামো আদৌ ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখার জন্য এবার টিম তৈরি করল পর্ষদ কর্তৃপক্ষ। প্রত্যেকটি জেলায় এই টিম ডিএলএড শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো ঠিক আছে কিনা, পর্যাপ্ত শিক্ষক আছে কিনা সেই বিষয়ে খোঁজ নেবে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর থেকে রাজ্যের সব ডিএলএড শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদন পুনর্নবীকরণ প্রক্রিয়া শুরু হতে চলেছে। অনলাইনে আবেদন করতে হবে প্রতিষ্ঠানগুলিকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, রাজ্যে এই মুহূর্তে ৬৫৭টি ডিএলএড শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৬০ ৬৫ টা কলেজ রাজ্য সরকারের অধীনস্থ। সেগুলিতে পরিকাঠামো ব্যবস্থা ঠিকঠাক রয়েছে। তবে বেসরকারি ক্ষেত্র গুলির ক্ষেত্রে অভিযোগ অনেক জায়গায় পর্যাপ্ত শিক্ষক নেই। কোথাও আবার পরিকাঠামগত গাফিলতি রয়েছে। অভিযোগ, আগে কোনও রকম পরিদর্শন ছাড়াই ওই প্রতিষ্ঠানগুলিকে অনুমোদন দেওয়া হত। তাই এবার থেকে পরিদর্শন এবং নজরদারির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কলেজ গুলোকে বলা হয়েছে অবিলম্বে যেখানে শিক্ষকের ঘাটতি রয়েছে তা পূরণ করতে হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকাঠামগত অভাব রয়েছে তার পরিকাঠামো উন্নতির কথা বলা হয়েছে। এই সবকিছু ঠিকঠাক করে রিপোর্ট দিতে হবে পর্ষদের কাছে। নিয়মিত ক্লাস ও পড়ুয়াদের উপস্থিতির উপর জোর দিতে বলা হয়েছে।
আরও পড়ুন- মর্মান্তিক! আবাসনের চার তলা থেকে পড়ে মৃত্যু পড়ুয়ার