গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দিল্লি। বাতাসের গুণমান ছাপিয়ে গিয়েছে ভয়ংকরের গণ্ডিও। এই অবস্থায় আগামী ২৩ নভেম্বর পর্যন্ত সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসের নির্দেশ দিল দিল্লি বিশ্ববিদ্যালয়। আগামী ২৫ তারিখ থেকে পুনরায় অফলাইনে ক্লাসের নির্দেশ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।
প্রসঙ্গত, রবিবারই কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দিল্লি এনসিআরে দূষণ পরিস্থিতি নিয়ে চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করে একাধিক নির্দেশিকা জারি করেছে। এর পরেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারদের জন্য অনলাইন ক্লাসের বিজ্ঞপ্তি প্রকাশ করল দিল্লি বিশ্ববিদ্যালয়।
বলা বাহুল্য, দিল্লিই এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহর। দূষণ কমানোর অনেক চেষ্টা করেও ফল মিলছে না। স্কুলে আগেই শুরু হয়েছে অনলাইনে পঠন পাঠন। অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় রাজধানীতে বাইরে থেকে কোনও ধরনের ট্রাকের ঢোকায় নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়েছে আগেই। তবে নিত্য প্রয়োজনীয় জিনিস বহনকারী ট্রাকগুলিকে দিল্লিতে ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন অফ এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট।