বিমানের মধ্যে বিপত্তি, মহিলা যাত্রীর অচৈতন্য দেহ ঘিরে চাঞ্চল্য!

0
1

বিমানের মধ্যে বিপত্তি।মহিলা যাত্রীর অচৈতন্য দেহ ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে চেন্নাইগামী বিমানে।জানা গিয়েছে,মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি।কিন্তু বিমানটি চেন্নাই পৌঁছতেই পাওয়া যায় ওই মহিলার দেহ।অবতরণের ঠিক আগের মুহূর্তের এই ঘটনায় হকচকিয়ে যান যাত্রীরা।  প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেছেন।

সকালে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় মালয়েশিয়ার একটি বিমান। কিন্তু অবতরণের সময় হঠাৎই বিমানসেবিকার চোখে পড়ে, অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা যাত্রী। তড়িঘড়ি তাকে পরীক্ষা করতে ছুটে আসেন চিকিৎসকদের একটি দল। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।জানা গিয়েছে, উড়ানের মাঝেই কোনও এক সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার। তার মৃতদেহ ময়নাতদন্তে্র জন্য বিমানবন্দরের নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে মহিলার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার বয়স ৩৭ বছর। তিনি তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলার বাসিন্দা। প্রসঙ্গত, গত সপ্তাহেই ইন্ডিগোর দিল্লি থেকে মুম্বইগামী একটি বিমানে মাঝ আকাশে হৃদ্‌রোগে আক্রান্ত হন এক যাত্রী।যদিও সে যাত্রায় বিমানের সওয়ারি এক চিকিৎসকের সাহায্যে তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু এবার এই মহিলাকে আর বাঁচানে সম্বব হয়নি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.