সদস্য সংগ্রহ অভিযানে টোটাল ফেল বঙ্গ বিজেপি। বাড়ছে কেন্দ্রের চাপ। শেষমেষ সদস্যপদ বাড়াতে এবার লোভ প্রদর্শনের পন্থাও নিল তারা। বিজেপির সদস্য হলেই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মিলবে। পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে এমনই সব পোস্ট করে ফর ভাঁওতার রাজনীতি শুরু করল বিজেপি।

বিজেপির এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে তমুলু বিতর্ক শুরু হয়েছে। পার্টির সদস্য হলে তবে সরকারি প্রকল্পের সুবিধা মিলবে! নিন্দার পাশাপাশি তারা তুমুল সমালোচনায় বিদ্ধ হচ্ছে। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সদস্য কুণাল ঘোষ বলেন, বিজেপির কোনও প্রভাব নেই বাংলায়। বাংলার প্রাপ্য দেয়নি ওরা। শুধু লোভ দেখায়। রাজ্য বিজেপির অফিসিয়াল ফেসবুকে পোস্ট করা হয়েছে, প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে নিজের কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিজেপির সদস্য হোন। আরেকটি পোস্টে আবার লেখা হয়েছে, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মাধ্যমে নিজের ফসলের সুরক্ষার স্বার্থে আজই বিজেপির সদস্য হোন, আজই এখনই মিসড কল দিন। নির্দিষ্ট মিসড কলের নম্বর উল্লেখ করা হয়েছে। আবার লেখা হয়েছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে বিজেপির সদস্য হোন। এভাবেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টোপ দেওয়া হচ্ছে। প্রশ্ন, জনগণের জন্য প্রকল্প। সেই প্রকল্পের সুবিধা পেতে হলে সাধারণ মানুষকে পার্টির সদস্য হতে হবে কেন? এক কোটি সদস্য সংগ্রহের লক্ষমাত্রা দেওয়া হয়েছে বঙ্গ বিজেপিকে। তার অর্ধেক না হলে নো এন্ট্রি জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিজেপি। বিজেপির যা অবস্থা ২০ শতাংশও পূরণ করতে পারেনি তারা।
আরও পড়ুন- মনিপুরে নীরব মুর্শিদাবাদে সরব! রাজ্যপালকে তোপ কুণালের



 
 
 
 
































































































































