উত্তপ্ত শাসন। যুবককে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। রবিবার রাত পর্যন্ত দেহ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। শুধু তাই নয় , পুলিশের ওপর আক্রমণ করা হয়। জখম হন থানার আইসি-সহ পাঁচ জন পুলিশ কর্মী।
স্থানীয়রা জানিয়েছেন, শাসনের খড়িবাড়ি এলাকায় এক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয় আলামিন সাহাজি নামের ওই যুবকের। পরে সম্পর্ক তলানিতে ঠেকে।এরপর এই ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। এরপর শাসন থানায় অভিযোগ জানায় পরিবারের সদস্যরা ও স্থানীয় কয়েকজন। বিক্ষোভকারী কয়েকজনকে আটক করে শাসন থানার পুলিশ।