আজ সোমবারও সকাল থেকেই কলকাতায় শীতের আমেজ। শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলাতই তাপমাত্রা নীচের দিকে। তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা নয়!আবহাওয়াবিদরা বলছেন, বাংলায় শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকদিন এমন আবহাওয়াই থাকবে।
সোমবারও কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে তিন ডিগ্রি আরও কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। কারণ উত্তরে হাওয়া ঢুকতে আর বাধা নেই। আর এরপরেই তাপমাত্রা গ্রাফ নীচের দিকে।
দক্ষিণের জেলাগুলি থেকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কম থাকবে বলেও পূর্বাভাস। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সকাল এবং রাতের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকতে পারে বাংলা।