SSKM হস্টেলে প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার এক জুনিয়র ডাক্তার! ভর্তি সিসিইউয়ে

0
1

রবিবার এসএসকেএম হাসপাতালের এক জুনিয়র ডাক্তারকে তাঁর হস্টেলের ঘর থেকে প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকরা তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

হাসপাতাল সূত্রে খবর, ওই জুনিয়র ডাক্তারের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে পুরোপুরি বিপন্মুক্ত নন তিনি। বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

 

ই জুনিয়র ডাক্তার এসএসকেএমের স্নায়ুরোগ বিভাগের হাউস স্টাফ ছিলেন। রবিবার প্রায় অচৈতন্য অবস্থায় তাঁকে হস্টেলের ঘর থেকে উদ্ধার করার পর বেশ অবাক হয়েছেন অন্য জুনিয়র ডাক্তারেরাও। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কোনও কারণ বুঝতে পারছেন না তাঁর পরিচিত জুনিয়র ডাক্তারেরাও।

আরও পড়ুন- অর্থনীতি সচল করতে যুগান্তকারী পদক্ষেপ রাজ্যের, বাণিজ্যিক কাজে ব্যবহৃত হবে বন্ধ কলকারখানার জমি