পেট্রোল ডিজেল অপরিবর্তিত, বাড়ল গ্যাসের দাম

0
5

আজ কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০৪.৯৫ টাকা, গতকালের তুলনায় পেট্রলের দাম পরিবর্তিত হয়েছে ০.০০ শতাংশ। অন্য দিকে, আজ ডিজেলের দাম প্রতি লিটারে ৯১.৭৬ টাকা। ডিজ়েলের দামের পরিবর্তন হয়েছে ০.০০ শতাংশ। পাশাপাশি এ দিন কলকাতায় ১৪.২ কিলো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮২৯ টাকা।

পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও গ্যাসের দামের এই পরিবর্তনে মধ্যবিত্তের হেঁশেলে টান‌ পড়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.