BJP-র সদস্য সংগ্রহে নববধূকে মিসড কল! শমীককে বিয়ের পরামর্শ দিয়ে খোঁচা কুণালের

0
5

পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন। বাংলায় এসে লক্ষ্য ১ কোটি সদস্য করার টার্গেট দিয়েছিলেন অমিত শাহরা। টার্গেট পূরণে কালঘাম ছুটছে বঙ্গ বিজেপির (BJP)। এবার বিয়ে বাড়িতে গিয়ে কনেকে মিসড কল নিয়ে সদস্য করছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। আর এই নিয়ে তাঁকে মোক্ষম খোঁচা দিলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। আইবুড়ো শমীককে বিয়ে করার প্রস্তাব দিলেন রসিক কুণাল।

কামারহাটিতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপি সাংসদ শমীক। শনিবার নিমন্ত্রণে গিয়ে নববধূ রাখি রায়কে মিসড কল-এর মাধ্যমে বিজেপির সদস্যপদ গ্রহণ করান বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। আর ঘটনা নিয়েই টিপ্পনি কাটেন কুণাল। শমীককেই বিয়ের পিড়িতে বসার প্রস্তাব দেন তিনি। বলেন, ”শমীক ভট্টাচার্য নিজে বিয়ে করে ওর নববধূকে মিসড কল দিয়ে সদস্য করুক। বলুক, আমার জীবনে ও দলে তুমি এসো। শমীক ভট্টাচার্য অবিবাহিত। এবার বিয়ে করুক। শমীক সবুজ মনের মানুষ, ওকে আমি প্রস্তাব দেব।”

এর পরেই বাংলায় বিজেপির সদস্য জোগাড় নিয়ে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, ”শমীকের কাজ কঠিন কাজ৷ ওর সদস্য সংগ্রহ হচ্ছে না। বিয়ে বাড়ির পরিবেশ। ফুরফুরে মেজাজে থাকা নববধূ দিয়ে মিসড কল দেওয়াচ্ছে! তবে শমীকের কাজ কঠিন।” ফের মজার ছলে কুণাল বলেন, ”শমীক, তুমি লোকের বাড়িতে গিয়ে মিসড কল দিয়ে সদস্য না করে, বিয়ে করে নিজের বউকে দিয়ে মিসড কল দিয়ে সদস্য করাও। আমি যাব ওর বিয়েবাড়িতে।”

অমিত শাহের হাত ধরে এ রাজ্যে বিজেপির সদস্য অভিযানের সূচনা হয়। রাজ্যজুড়ে এক কোটির টার্গেট পূরণে সদস্য সংগ্রহ অভিযানে জোর দিয়েছে বাংলার গেরুয়া শিবির। কিন্তু অনেক চেষ্টার পরেও এখনও টার্গেটের ধারে কাছে পৌঁছতে পারেনি তারা। মরিয়া বিজেপি নেতৃত্ব এখন নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে নব দম্পতিকেও দলে টানার চেষ্টা চালাচ্ছেন!