স্টুডেন্ট ক্রেডিট কার্ড: সচেতনতা বাড়াতে স্কুল-কলেজে প্রচার চালানোর নির্দেশ উচ্চ শিক্ষা দফতরের

0
1

স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে রাজ্য সরকার ব্যাপক প্রচার শুরু করার নির্দেশ দিয়েছে। আগামী সপ্তাহ থেকে জেলা স্তরে কলেজ ও স্কুলের পড়ুয়াদের মধ্যে এ নিয়ে প্রচার চালাতে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর নির্দেশ দিয়েছে।

সদ্য কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে ক্লাস শুরু হয়েছে। উচ্চশিক্ষা দফতর তাই সর্বত্র এই প্রকল্প নিয়ে নতুন করে প্রচার চালানোর উপর জোর দিচ্ছে। বিষয়টি নিয়ে জেলাশসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছেl ব্যাংকগুলিও যাতে এ বিষয়ে সক্রিয় ভূমিকা নেয় সে বিষয়েও অনুরোধ জানানো হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের আবেদন এবং মঞ্জুরের সংখ্যার মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যাচ্ছে বলে ওই দফতর সূত্রে জন্য গেছে। ওই প্রকল্পের আওতায়, ব্যাঙ্কে প্রায় ২ লক্ষ আবেদন পাঠানো হয়েছে। তার মধ্যে এপর্যন্ত ৭৬ হাজার আবেদন মঞ্জুর হয়েছে বলে জানা গেছে। এই সংখ্যা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহের শেষে ব্যাংক গুলির সঙ্গে বৈঠক করে মুখ্য সচিব মনোজ পন্থ এব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষন করবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- সরকারি সম্পত্তি ভাঙচুরে কোনও রাজনৈতিক দলকেই রেয়াত নয়: হাইকোর্ট