স্বল্প সময়েই নিয়ন্ত্রণে অ্যাক্রোপলিস মলের আগুন, ফের স্বাভাবিক ছন্দে শপিং মল

0
2

স্বপ্ল সময়েই নিয়ন্ত্রণে কসবার অ্যাক্রোপলিস মলের (Acropolis Mall) আগুন। সোমবার মলের ফুড কোর্টের একটি দোকানে আগুন লাগে। জানা গিয়েছে, সেই দোকানের রান্নার জায়গা থেকে আগুন ছড়ায়। তবে কিছু ক্ষণের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ ফুড কোর্টের একটি খাবারের দোকানে রান্নার জায়গায় আচমকাই আগুন লেগে যায়। তবে আগুন ছড়ানোর আগেই নেভানোর জন্য তৎপর হন দোকানের কর্মীরা। মলের অন্যান্য কর্মীও আসেন ঘটনাস্থলে। বেশ কিছু ক্ষণের চেষ্টায় মলের অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

মলের জনসংযোগ আধিকারিক অভিষেক পাল জানিয়েছেন, ওই দোকানে রান্না করার সময় তেল লিক করে আগুন লাগে। তবে মল কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।তবে আগুন নিয়ন্ত্রণে আসার পরই শপিং মল (Acropolis Mall) খুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত জুন মাসে অ্যাক্রোপলিস মলে আগুন লেগেছিল। ফুড কোর্ট থেকেই আগুন ছড়ায়। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। দমকলের ১৫টি ইঞ্জিন পৌঁছেছিল ঘটনাস্থলে। দীর্ঘ ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ফলে শপিং মলের বিস্তর ক্ষতি হয়। পুরো শপিং মলকে বিদ্যুৎবিচ্ছিন্ন রাখা হয়েছিল। উঠেছিল মলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.