কলকাতায় আক্রান্ত পুলিশ! শনিবার রিজেন্ট পার্ক থানা (Regent Park Police Station)এলাকায় মালঞ্চ মোড়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলাকালীন বাধা দিতে গিয়ে মার খেতে হল পুলিশের ট্র্যাফিক গার্ডের সহকারী ওসিকে। আহত অবস্থায় তাঁকে রাতেই এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)নিয়ে যাওয়া হয়। আঘাত তেমন গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। শনিবার বচসাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। ঝামেলার জেরে রাস্তায় যান চলাচলেও সমস্যা হয়। কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে উল্টে তাঁর উপরেই চড়াও হন অভিযুক্তরা, রাস্তায় ফেলে পুলিশকে মারধর করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।