সাড়ে চার মাস পর চালু টয় ট্রেন, খুশির হাওয়া পাহাড়ে

0
3

পাহাড়ে ধসের কারণে সাড়ে চার মাস ধরে বন্ধ ছিল টয় ট্রেন পরিষেবা (Toy Train Ride)। অবশেষে রবিবার NJP থেকে দার্জিলিংয়ের পথে ফের শুরু হল ঐতিহ্যবাহী সফর। বিরতির পর শৈলশহরে টয় ট্রেন করতে শুরু করে খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটন মহল (Tourism Department)।

পাহাড়ে বিপর্যয়ের কারণে টয় ট্রেনের বেশ কিছু রুট ক্ষতিগ্রস্ত হয়। তাই ৫ জুলাই থেকে এই জয় রাইড (Joy Ride) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শীতের মরসুমে পাহাড়ে পর্যটকদের ভিড়ের কথা মাথায় রেখে নভেম্বরেই এই ট্রেন চালুর ভাবনা চিন্তা করা হয়েছিল। সেই মতো মাসের দ্বিতীয় উইকেন্ডেই ট্রায়াল রান হয়েছে। অবশেষে ১৭ নভেম্বর রবিবার থেকেই চালু হল পরিষেবা। কাটিহার ডিভিশনের DRM সুরেন্দ্র কুমার বলেন, দুর্যোগের জন্য এতদিন শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেন পরিষেবা বন্ধ ছিল। পুনরায় লাইন মেরামত করে দিনকয়েক ধরে সেই সমস্ত ট্র্যাকে ট্রেনের ট্রায়াল রান করা হয়েছে। ঘুম ফেস্টিভ্যালের আগে এই সফর শুরু হওয়ায় খুশি সকলেই। এদিন বেশ কিছু বিদেশি পর্যটক এনজেপি থেকে টয় ট্রেনে চেপে দার্জিলিং ভ্রমণে গেলেন। পাশাপাশি সমাজমাধ্যমে সেই ভিডিও শেয়ার করতেও দেখা গেল তাঁদের।