নাইজেরিয়ার সঙ্গে মউ স্বাক্ষর মোদির, বাড়ছে দ্বিপাক্ষিক সম্পর্ক

0
3

নাইজেরিয়ার (Nigeria) সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে জোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। বাণিজ্যিক ক্ষেত্রে দুদেশের মধ্যে ৬০ বছরের বেশি সময় ধরে যে সম্পর্ক ছিল, তা অন্যান্য ক্ষেত্রে বিস্তার করার জন্য একাধিক বিষয়ে মৌ স্বাক্ষর হল দুই দেশের মধ্যে। দুদেশের সম্পর্কের ভিত মজবুত করার জন্য নরেন্দ্র মোদিকে নাইজেরিয়ায় আমন্ত্রণ জানিয়েছিলেন সেদেশের রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু (Bola Ahmed Tinubu)।

রবিবার রাষ্ট্রপতি তিনুবুর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন নরেন্দ্র মোদি। তার আগে তাঁকে নাইজেরিয়ার আবুজায় (Abuja) রাজকীয় অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি তিনুবু ও নাইজেরিয়ার প্রবাসী ভারতীয়রা। এবারে বাণিজ্যের পাশাপাশি প্রতিরক্ষা, শক্তি, অর্থনীতি, প্রযুক্তি, স্বাস্থ্য-শিক্ষা-সংস্কৃতির ক্ষেত্রে দ্বিপাক্ষিক মউ স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। মোদি জানান এই সব ক্ষেত্রেই দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তবে ভারত ও নাইজেরিয়া দুই দেশই সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও ড্রাগ পাচার সংক্রান্ত সমস্যায় জর্জরিত বলে দাবি করেন মোদি। অনেক ক্ষেত্রেই ভারতে গ্রেফতার হয়েছেন নাইজেরিয় নাগরিকরা। একসঙ্গে এই সব সমস্যার সমাধান করার বিষয়েই একসঙ্গে এগোনো হবে বলেই জানান তিনি।