আদিবাসী জন্মদিন বদ্ধপরিকর রাজ্য, প্রকল্প খতিয়ে দেখতে সোমে বৈঠক মুখ্যমন্ত্রীর

0
1

রাজের রাজের আদিবাসী সমাজের উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর। শুক্রবার বিরসা মুন্ডার জন্মদিন পালনের অনুষ্ঠানে স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা ওই অনুষ্ঠানে বিস্তারিতভাবে তুলে ধরেছেন তিনি। এবার আদিবাসী উন্নয়নে রাজ্য সরকারের সমস্ত প্রকল্প ঠিকমতো চলছে কিনা তা খতিয়ে দেখতে বৈঠক ডেকেছেন তিনি।

আগামী সোমবার নবান্ন সভাঘরে আদিবাসী উপদেষ্টা কমিটির ওই বৈঠক ডাকা হয়েছে। বিকেল সাড়ে চারটায় এই বৈঠক হওয়ার কথা। এই কমিটির চেয়ারম্যান মুখ্যমন্ত্রী। ভাইস চেয়ারম্যান আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা। বৈঠকে মূলত আদিবাসী সমাজের উন্নয়ন কল্পে যে সমস্ত প্রকল্প রয়েছে তা সঠিকভাবে চলছে কিনা বা আর কোন কোন প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে, কিভাবে এই সমাজের আরও উন্নয়ন করা সম্ভব তা খতিয়ে দেখা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এই বৈঠকে আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন- লুকিয়ে আমেরিকায় ঢুকতে গিয়ে মৃত্যু হয়েছিল গুজরাতের গোটা পরিবারের! অভিযুক্তদের বিচার শুরু সোমবার