দিন কয়েক আগে বিমানবন্দরে একের পর এক বোমাতঙ্ক! ভুয়ো ফোনে নাজেহাল প্রশাসন । এবার খাস রিজার্ভ ব্যাঙ্কে হুমকি ফোন! বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। যার জেরে হাই অ্যালার্ট মুম্বইয়ে। যদিও কিছুক্ষণ পরই পুলিশ জানাল, ওটা ভুয়ো হুমকি।
ঘটনা সূত্রপাত রবিবার সকালে। রিজার্ভ ব্যাঙ্কের মুম্বই শাখার কাস্টমার কেয়ারে একটি হুমকি ফোন আসে। অজ্ঞাতপরিচয় এক যুবক নিজেকে লস্কর-ই-তইবার সিইও বলে পরিচয় দিয়ে রিজার্ভ ব্যাঙ্কের মুম্বই শাখা উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ফোনে দাবি করা হয়, বান্দ্রার কাছে আরবিআইয়ের যে দফতর আছে, সেখানে বোমা রাখা আছে।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। কিছু সময়ের জন্য পুলিশ বান্দ্রার রিজার্ভ ব্যাঙ্ক শাখায় হাই অ্যালার্ট জারি করে। যদিও কিছুক্ষণ পরই মুম্বই পুলিশ জানিয়ে দেয়, এটা ভুয়ো ফোন।
সম্প্রতি বিমানবন্দর, বিমান, স্কুলগুলিতে ভুয়ো হুমকি ফোনের যে ট্রেন্ড শুরু হয়েছে, এটাও সেই ট্রেন্ডের অংশ। মুম্বই পুলিশ ভুয়ো ফোন কাণ্ডের তদন্তে মামলা দায়ের করছে।