ফোরশর রোডে বিয়েবাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

0
1

রবিবাসরীয় বিকেলে হাওড়ার (Howrah) ফোরশর রোডে এক বিয়ে বাড়ির প্যান্ডেলে আচমকা অগ্নিকাণ্ড (Foreshore Road Fire Incident)। ঘটনাস্থলে প্রাথমিকভাবে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছলেও পরে আরও দুটি ইঞ্জিন ডেকে নেওয়া হয়। গঙ্গা তীরবর্তী এলাকা হওয়ার হাওয়ার কারণে দ্রুত আগুন পার্শ্ববর্তী কারখানা- বাড়িগুলিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জলের পাশাপাশি ফোম ব্যবহার করে যুদ্ধকালীন তৎপরটায় আগুন অ্যারেস্ট করার চেষ্টা করছে। ইতিমধ্যেই ৫ হাজার বর্গফুট এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে শিবপুর থানার পুলিশ (Shibpur Police Station)।

স্থানীয়রা বলছেন ফোরশোর রোডের গঙ্গার ধারে রয়েছে ‘হাওড়া ভবন’ নামে বিয়েবাড়িতে কোনও অনুষ্ঠান না থাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি নেই। তবে প্রচুর সরঞ্জাম আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড নাকি অন্য কোনও কারণ তা এখনও স্পষ্ট নয়।  প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। আতঙ্কিত হয়ে আশপাশের বাড়ি থেকে বেরিয়ে এসেছেন মানুষজন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ভবনের ছাদ এবং সিলিংয়ের একাংশ এখনও জ্বলছে। দমকল আধিকারিক জানিয়েছেন, ওই ভবনে অগ্নি নির্বাপনের কোনও ব্যবস্থা ছিল না।