রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে জঙ্গলমহলে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে তার মধ্যে অন্যতম নবীন প্রজন্ম, স্কুল পড়ুয়াদের তিরন্দাজিতে অনুপ্রেরণা ও শিক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে যে আর্চারি অ্যাকাডেমি (Bengal Archery Academy) তৈরি হয়েছিল সেখান থেকেই দেশের মুখ উজ্জ্বল করা তিরন্দাজ তৈরি হবে, আশ্বাস দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister)। ১৫ নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী জঙ্গল মহলের তিরন্দাজদের নিয়ে যে আশা প্রকাশ করেছিলেন তাই সত্যি হল রবিবার। জাতীয় স্তরে তিরন্দাজির (Archery) স্কুল ভিত্তিক প্রতিযোগিতায় সোনা জিতল ঝাড়গ্রামের (Jhargram) অনিমেষ রায়। অনিমেষের খবর পেয়েই তাকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় ঝাড়গ্রামের স্কুল পড়ুয়া তিরন্দাজ অনিমেষের সাফল্য তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “গুজরাটে অনুষ্ঠিত ৬৮তম ন্যাশনাল স্কুল গেমস ২০২৪-এ (National School Games 2024) অনূর্ধ্ব-১৯ বিভাগে ইন্ডিয়া রাউন্ড ইভেন্টে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি একাডেমি-র তিরন্দাজ অনিমেষ রায় সোনার পদক জয় করেছে। ওর এই সাফল্যের জন্য অনিমেষকে আন্তরিক অভিনন্দন জানাই।”
বিরোধীদের কটূক্তিকে উপেক্ষা করে রাজ্যের ক্রীড়াক্ষেত্রে বারবার ঝাড়গ্রামকে অগ্রাধিকার দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর প্রত্যাশা এখান থেকেই ছেলেমেয়েরা যাবে অলিম্পিকে। শুধুমাত্র তিরন্দাজি নয়, ঝাড়গ্রামের ক্রীড়াজগতের ছেলেমেয়েদের জন্য তিনি লেখেন, “অনিমেষের মতো বাংলার প্রতিভাবান তরুণ-তরুণীদের খেলাধুলার সুযোগ করে দিতে ঝাড়গ্রামের আর্চারি একাডেমি সহ বাংলার বিভিন্ন জায়গায় ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, সাঁতার ইত্যাদির জন্য মোট ৮টি একাডেমি আমাদের সরকারই তৈরী করেছে। এটা আমার গর্ব। একদিন এইসব জায়গা থেকে ছেলেমেয়েরা অলিম্পিকে যাবে, দেশের মুখ উজ্জ্বল করবে – এই প্রত্যাশা আমি রাখি।”
https://x.com/MamataOfficial/status/1858148080337506781