মা উড়ালপুলে রক্তাক্ত বাইক আরোহী, চিনা মাঞ্জায় কাটল নাক

0
2

চিনা মাঞ্জার দুর্ঘটনা কিছুতেই যেন কাটছে না। রবিবাসরীয় দুপুরে বাইকে করে মা উড়ালপুলের (Maa Flyover)উপর দিয়ে যাওয়ার সময় মাঞ্জা সুতোয় নাক কাটল এক আরোহীর (bike rider injured in Maa flyover),অল্পের জন্য রক্ষা পেলেন সহযাত্রী। আক্রান্ত যুবক ১০০ ডায়াল করে পুলিশের সাহায্য চান বলে খবর। ঘটনার খবর পেয়ে সেখানে স্থানীয়দের ভিড় জমে যায়। পুলিশ পৌঁছে যুবকের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। চিনা মাঞ্জার সুতোয় বাইক আরোহীর নাক এবং দুই চোখের মাঝের অংশ কেটে গেছে বলে খবর। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাকে যোগ করেছে মা ফ্লাইওভার। কিন্তু সেখানে চিনা মাঞ্জার সুতো একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর উড়ালপুলে চিনা মাঞ্জার জেরে দুর্ঘটনা আটকাতে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়। এমনকি বেড়া দিয়ে ঘিরে ফেলা হয় উড়ালপুলের দু’দিক। তাতেও কমছে না দুর্ঘটনা।