বেনজির ঘটনা। নিজের কলেজে এমন ভাবে মরতে হবে কেউই ভাবেননি। অথচ বাস্তবে তাই ঘটলো । নিজের কলেজের চৌহদ্দির মধ্যেই আট জনকে ছুরির আঘাতে খুন করলেন ২১ বছরের এক ছাত্র! জখম ১৭ জন। ঘটনা সূত্রপাত শনিবার সন্ধ্যায়। চিনের উক্সি শহরের এই ঘটনায় অভিযুক্ত তরুণকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ধৃত তরুণ পূর্ব চিনের উক্সি শহরের বাসিন্দা। তিনি স্থানীয় উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় কলেজের ক্যাম্পাসে বহু পড়ুয়ার ভিড় ছিল। তখনই আচমকা ছুরি নিয়ে পড়ুয়াদের উপর ঝাঁপিয়ে পড়েন ওই তরুণ। 
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্প্রতি ওই তরুণ কোনও এক পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। ফলে তিনি স্নাতক স্তরের শংসাপত্র পাননি। পাননি বৃত্তির টাকাও। সম্ভবত সেই কারণেই রাগের মাথায় এমন কাণ্ড ঘটিয়েছেন তরুণ।











 
 
 
 


























































































































