জাতীয় পুরস্কারে খুশি নন ‘পুষ্পা’ অভিনেতা, পারিশ্রমিক বাড়ালেন ৩০০ কোটি!

0
1

আইকনিক সিগনেচার স্টেপ, আর ব্যতিক্রমী অভিনয়ে দক্ষিণ ভারতের গণ্ডি ছাড়িয়ে গোটা দেশ জুড়ে সব বয়সী দর্শকের প্রিয় অভিনেতা হয়ে ওঠা আল্লু অর্জুন (Allu Arjun) নাকি জাতীয় পুরস্কারের ঘোষণায় খুশি হননি! সম্প্রতি এমনই এক খবর বাইরে এসেছে। ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’ (Pushpa 2)। এই ছবির উন্মাদনার কারণ শুরু থেকেই তুঙ্গে। শোনা যাচ্ছে শাহরুখ, সলমনকে টপকে এই মুহূর্তে বিনোদন জগতের সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা হয়ে উঠেছেন আল্লু (Allu Arjun)!

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘পুষ্পা’ (Pushpa) অভিনেতা জানিয়েছেন, যখন জাতীয় পুরস্কারের (National Award) জন্য তাঁর নাম ঘোষণা করা হয় তখন একেবারেই আনন্দ পাননি তিনি। বরং কেন এতগুলো বছর ধরে কোনও তেলুগু সিনেমার অভিনেতা এই পুরস্কার পাননি, সেই কথা ভেবে দুঃখ হয়েছিল। ৬৭ বছরের ইতিহাসে এই ইন্ডাস্ট্রি থেকে কেউ জাতীয় পুরস্কার না পাওয়ায় রীতিমতো বিস্মিত অর্জুন। তাঁর কথায়, ‘এত ভাল ভাল অভিনেতা, এত ভাল গল্প, তবু কেন যে সর্বোচ্চ পুরস্কার মেলেনি তা বুঝতে পারছিলাম না।’ আল্লু অবশ্য স্বীকার করে নিয়েছেন যে সুকুমার জাতীয় পুরস্কার পাওয়ার জন্যই ‘পুষ্পা’ বানিয়েছিলেন। সব খুঁটিনাটির দিকে নজর দেওয়া হয়েছিল। আর অবশেষে সফলতা এসেছে। তাই সার্থক হয়েছে পরিশ্রম। আর এক লাফে বেড়েছে পারিশ্রমিক। ‘পুষ্পা টু’ সিনেমার জন্য আল্লু বলিউডের (Bollywood )সব অভিনেতা অভিনেত্রীদের পিছনে ফেলে দিয়ে ৩০০ কোটি টাকা নিয়েছেন বলে খবর মিলেছে।