গুরগাঁওয়ের ফিল্ম সিটিতে (Film City) শুটিং চলাকালীন ভয়ঙ্কর ঘটনা। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘অনুপমা’র (Anupama) শট চলার সময় ফ্লোরে বিদ্যুৎস্পৃষ্ট হন সহকারী চিত্রগ্রাহক। ফোকাস পুলার হিসাবে কাজ করছিলেন তিনি। জখম অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে নিয়েও তাঁকে বাঁচানো যায়নি।


বাঙালি অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)অভিনীত ‘অনুপমা’ সিরিয়াল গত কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে শীর্ষস্থান ধরে রেখেছিল। দর্শকের প্রত্যাশাও বাড়ছে এই পারিবারিক ড্রামা নিয়ে। শোনা যায়, অন্যান্য দিনের মতোই গুরগাঁওয়ের ফিল্ম সিটিতে শুটিং শুরু হয়েছিল। সকলেই নিজের কাজে ব্যস্ত ছিলেন। আচমকাই চিৎকার করে জ্ঞান হারান ওই চিত্রগ্রাহক। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ক্যামেরাম্যানের সম্পূর্ণ পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। ঘটনার আকস্মিকতায় হতভম্ব সিরিয়ালের কলাকুশলীরা। কীভাবে শর্ট সার্কিট হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।







































































































































