উত্তরপ্রদেশের ঝাঁসিতে হাসপাতালে আগুন, পুড়ে মৃত্যু ১০ সদ্যজাতর

0
1

উত্তরপ্রদেশের ঝাঁসিতে (Jhansi) সরকারি হাসপাতালে সদ্যজাত ওয়ার্ডে বিধ্বংসী আগুন। বুঝে উঠে শিশুদের উদ্ধার করার আগেই আগুনে দগ্ধ হয়ে মৃত্যু ১০ সদ্যজাতর। উদ্ধার করা হয় ৩৭টি শিশুকে। সন্তান হারিয়ে হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়েন বহু মানুষ। প্রাথমিকভাবে শর্ট সার্কিট (short circuit) থেকে আগুন লাগার অনুমান করা হলেও ঘটনায় তদন্ত শুরু করেছে যোগী রাজ্যের প্রশাসন।

রাত সাড়ে দশটা নাগাদ ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজের (Maharani Laxmibai Medical COllege) নিওনাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (NICU) আগুন লাগার ঘটনা ঘটে। ওয়ার্ডের বাইরের দিকের শিশুগুলিকে দ্রুত উদ্ধার করা গেলেও ভিতরের অংশে থাকা শিশুদের বের করা সম্ভব হয়নি বলে জানান ঝাঁসির (Jhansi) জেলাশাসক। হাসপাতালের কর্মীরা আগুন ও ধোঁয়া থেকে রক্ষা পেতে ওয়ার্ডের জানালার কাঁচও ভেঙে ফেলেন। তাতেও শেষরক্ষা হয়নি ১০টি সদ্যজাতর।