শুক্রবার রাতে ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন শিশুর মৃত্যুর পর এবার আরও ১৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। আহত শিশুদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সকলেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা যাচ্ছে। শনিবার সকালে হাসপাতালে পৌঁছে যান উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত সাত সদ্যোজাতের দেহ চিহ্নিত করা হয়েছে। বাকি তিনজনের ডিএনএ পরীক্ষা করার প্রয়োজন আছে।
যে ১৬ জন শিশুকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সদ্যোজাতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় মৃত শিশুদের পরিবার পিছু ১০ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তহবিল থেকে মৃত পরিবার পিছু দু লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও জানা গেছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড, তবে ঘটনার তদন্ত চলছে।