ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজের নিওনাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে অগ্নিকাণ্ডে ১০ নবজাতকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) সন্তানহারা পরিবারের প্রতি সমবেদনা জানান।
শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজের নিওনাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে বিধ্বংসী আগুন লাগে। ওয়ার্ডের বাইরের দিকের শিশুগুলিকে দ্রুত উদ্ধার করা গেলেও ভিতরের অংশে থাকা শিশুদের বের করা সম্ভব হয়নি। হাসপাতালের কর্মীরা আগুন ও ধোঁয়া থেকে রক্ষা পেতে ওয়ার্ডের জানালার কাঁচও ভেঙে ফেলেন। তাতেও শেষরক্ষা হয়নি ১০ সদ্যোজাতর। আরও ১৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। আহত শিশুদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
“ঝাঁসির মহারানি লক্ষ্মী বাই মেডিক্যাল কলেজের মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোকাহত। সেখানে এনআইসিইউ-র অগ্নিকাণ্ডে ১০নবজাতক প্রাণ হারিয়েছে।
সন্তাহারা পরিবারের প্রতি সমবেদনা জানাই। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে অবিলম্বে পদক্ষেপের দাবি জানাই।“
I am devastated by the tragic incident at Maharani Laxmi Bai Medical College in Jhansi, where ten newborns lost their lives in a fire in the NICU.
We stand in solidarity with the affected families and demand accountability and immediate action to prevent such horrific accidents…
— Mamata Banerjee (@MamataOfficial) November 16, 2024
শনিবার সকালে হাসপাতালে (Hospital) পৌঁছন উত্তরপ্রদেশের (Utter Predesh) উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত সাত সদ্যোজাতের দেহ চিহ্নিত করা হয়েছে। বাকি তিনজনের ডিএনএ পরীক্ষা করার প্রয়োজন আছে।