বেঙ্গালুরু যোগে লটারি জালিয়াতি, উদ্ধার ছাড়ালো তিন কোটি!

0
3

লটারিতে প্রতারণার পরিমাণ শুক্রবার রাত পর্যন্ত ছাড়ালো তিন কোটি টাকা। যে স্যান্টিয়াগো মার্টিনের ইলেক্টোরাল বন্ডের (electoral bond scheme) টাকা এক সময় দেশের আলোচ্য বিষয় হয়ে উঠেছিল, সেই মার্টিন যোগেই রাজ্যের একাধিক সেল কোম্পানি থেকে টাকা উদ্ধারে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। শহরের একাধিক জায়গায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তল্লাশি অভিযান শেষ হয় শুক্রবার রাতে।

বেঙ্গালুরুর সংস্থা স্যান্টিয়াগো মার্টিনের (Santiago Martins) সূত্রে দেশের প্রায় ২০টি জায়গায় একসঙ্গে তল্লাশি শুরু করে ইডি। চেন্নাই (Chennai) ও কলকাতাকে (Kolkata) এই তল্লাশির মূলকেন্দ্র হিসাবে এই সময়টিতে বিশেষভাবে বেছে নেওয়া হয়। দুই শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৮ কোটি ৮০ লক্ষ টাকার কাছাকাছি। এর মধ্যে কলকাতার লেক মার্কেটের (Lake Market) আবাসন থেকে উদ্ধার হয় প্রায় তিন কোটি টাকা। অন্যদিকে বিমানবন্দরের কাছে মাইকেল নগরেও (Michael Nagar) শুক্রবার সন্ধ্যায় তল্লাশি শেষ হয়।

যদিও টাকা উদ্ধার প্রসঙ্গে ইডির তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে লটারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ, লটারি জেতার টাকা থেকে কর বাবদ অর্থ সরকারের কোষাগারে না দিয়ে হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হত। এই সূত্রে তল্লাশির পাশাপাশি শহরের দুই জায়গায় জিজ্ঞাসাবাদও চালায় কেন্দ্রীয় সংস্থা।