সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) উদ্যোগে স্বাস্থ্য পরিষেবায় ডায়মন্ড হারবারে ‘হেলথ ফর অল ক্যাম্প’ (Heath For All Camp)। ১৫ ডিসেম্বর থেকে এই স্বাস্থ্য শিবির শুরু হচ্ছে ডায়মন্ড হারবার এলাকার সাতটি বিধানসভা কেন্দ্রে। শনিবার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রশাসনিক বৈঠক এই সিদ্ধান্ত হয়। বৈঠকে ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা, অতিরিক্ত জেলাশাসক, দক্ষিণ ২৪ পরগনা ও ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, এমএসভিপি, কয়েকটি হাসপাতালের সুপার এবং একাধিক বিশিষ্ট চিকিৎসক ও আইএমএ-র চিকিৎসকরা।
সিদ্ধান্ত হয়েছে,
• এক এক করে ডায়মন্ড হারবার লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্রেই এই স্বাস্থ্য শিবির চলবে।
• প্রতি শিবিরের মেয়াদ দশদিন। সাত কেন্দ্রে মোট ৭০ দিন ধরে চলবে এই মেডিক্যাল ক্যাম্প।
• সকাল ন’টা থেকে দুপুর একটা ও দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুটি শিফটে রোগী দেখবেন দু’জন করে চিকিৎসক। থাকবে ওষুধের ব্যবস্থা।
• র্যাপিড টেস্ট করা হবে, ইসিজি করার কথাও আলোচনার পর্যায়ে রয়েছে।
‘হেলথ ফর অল’ ক্যাম্পের প্রস্তুতি নিয়ে আলোচনায় দ্বিতীয় প্রশাসনিক বৈঠকটি হবে পরের সপ্তাহে।
আরও পড়ুন- আরও সতর্ক রাজ্য! এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইযের পরেই মিলবে প্রকল্পের টাকা