প্রতারণার শিকার অভিনেত্রী দিশা পাটানির বাবা, খোয়ালেন ২৫ লক্ষ টাকা!

0
9

প্রতারকদের খপ্পরে পড়ে জালিয়াতির শিকার মডেল অভিনেত্রী দিশা পাটানির (Disha Patani) বাবা জগদীশ সিং পাটানি। তিনি আবার প্রাক্তন পুলিশকর্মী। সংবাদ সংস্থা থেকে পাওয়া খবর অনুযায়ী, ৫ জনের প্রতারক দল তাঁকে আশ্বাস দিয়েছিল যে ২৫ লক্ষ টাকার বিনিময়ে সরকারের কমিশনে উঁচু পদ পাইয়ে দেবে। সেই ফাঁদে পা দিতেই দুধাপে লক্ষাধিক টাকা খোয়াতে হল সুপারস্টারের বাবাকে।

শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গর্গ, আচার্য জয়প্রকাশ , প্রীতি গর্গ এবং আরও এক ব্যক্তির নামে মামলা করেছেন জগদীশ সিং পাটানি। প্রতারকরা প্রথমে ৫ লক্ষ ও পরে ২০ লক্ষ টাকা তিনটি খেপে নেয় বলে জানা গেছে। টাকা দেওয়ার তিন মাস পরেও যখন অভিনেত্রীর বাবা চাকরি পাননি। তখন অভিযুক্তরা জানিয়েছিলেন সুদ সমেত টাকা ফেরত দেওয়ার কথা জানান। এরপর থেকেই হুমকি আর অভব্য আচরণ করতে থাকেন তাঁরা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বরেলি কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন জগদীশ।