ভারত-ভুটান সীমান্ত জয়গাঁও-এ নৃশংস খুন শিক্ষক, জালে ৬ অভিযুক্ত

0
2

ভারত-ভুটান সীমান্ত শহর জয়গাঁও (Jaygaon)-এর বড় মেছিয়া বস্তির একটি মাঠে সাত সকালে উদ্ধার এক শিক্ষকের রক্তাক্ত দেহ। নৃশংস ভাবে খুন করা হয়েছে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ওই শিক্ষককে (Teacher)। গোপনাঙ্গ কেটে মুখে ঢুকিয়ে দিয়েছে হামলাকারীরা। তদন্তে নেমে ইতিমধ্যে ৬ জন যে আটক করে জিজ্ঞাসাবাদ করছে জয়গাও থানার পুলিশ (Police)।

শুক্রবার, সকালে মেছিয়া বস্তির ওই মাঠে জগিং করতে গিয়ে স্থানীয় কয়েকজন ওই শিক্ষকের (Teacher) রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম শান্তাবীর লামা, বয়স ৩৫ বছর। তিনি আদতে দলসিংপাড়ার বাসিন্দা। বর্তমানে জয়গাঁর শুকরা জোতের কাছে একটি স্কুল ও একটি গির্জা নির্মাণ করে কয়েক বছর ধরে বসবাস করছিলেন। তাঁর স্ত্রী থাকতেন দলসিং পাড়ার বাড়িতে। এদিন সকালে স্কুলের কাছে মাঠে তাঁর দেহ উদ্ধার করা হয়। খুনের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে জয়গাও থানার পুলিশ।

বিবাহিত হওয়া সত্ত্বেও দাম্পত্য অশান্তির কারণে স্ত্রীর সঙ্গে থাকতেন না শান্তাবীর। একটি চার্চও তৈরি করেন। সেখানেই থাকতেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই শিক্ষক মদ্যপ ছিলেন। জুয়ার আসরেও নিয়মিত যাতায়াত ছিল তাঁর। টাকার অভাবে বন্ধক দিতে হয় গাড়িও। সম্পর্কের জটিলতা, নাকি ব্যক্তিগত আক্রোশে খুন- খতিয়ে দেখছে পুলিশ।