রঞ্জিট্রফিতে দুরন্ত জয় পেল বাংলা। এদিন মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১১ রানে জিতল অনুষ্টুপ মজুমদারের দল। বাংলার হয়ে বল হাতে দাপট মহম্মদ শামি এবং শাহবাজ আহমেদ। তিন উইকেট শামির, ৪ উইকেট শাহবাজের। এই জয়ের ফলে প্রথম জয় পেল বাংলা।

মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে জয় পেতে বাংলার দরকার ছিল ৭ উইকেটের। আর মধ্যপ্রদেশের জয়ের জন্য দরকার ছিল ১৮৮ রান। কিন্তু এদিন মধ্যপ্রদেশের ব্যাটারদের দাঁড়াতেই দিলেন না শামি-শাহবাজরা। মধ্যপ্রদেশের হয়ে ব্যাট হাতে লড়াই চালান অধিনায়ক শুভম শর্মা। ৬১ রান করেন তিনি। ৫৩ রান করেন ভেঙ্কটেশ আইয়র। সারান্স জৈন করেন ৩২ রান। বাংলার হয়ে ৪ উইকেট শাহবাজ আহমেদের। ৩ উইকেট মহম্মদ শামির। ২ টি উইকেট রোহিত কুমারের। ১ টি উইকেট মহম্মদ কাইফের।
প্রথম ইনিংসে বল হাতে দাপট দেখান শামি। নেন চার উইকেট। প্রথম ইনিংসে বাংলা করে ২২৮ রান। ১৬৭ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশের ইনিং। দ্বিতীয় ইনিংসে ২৭৬ রান করে বঙ্গ ব্রিগেড।
আরও পড়ুন- রিং-এ নামলেন টাইসন, ম্যাচ হারলেও মন জিতলেন লৌহমানব


 
 
 
 



































































































































