মহম্মদ শামির ব্যাট-বলের দাপটে রঞ্জিট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলা। দ্বিতীয় ইনিংসে ২৭৬ রান করে বঙ্গ ব্রিগেড। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও দাপট দেখান শামি। ৩৭ রান করেন তিনি। দিনের শেষে মধ্যপ্রদেশের রান ৩ উইকেট হারিয়ে ১৫০ রান। ১৮৮ রানে পিছিয়ে তারা।

দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে ব্যাট হাতে দাপট দেখান ঋত্বিক চট্টোপাধ্যায়। ৫২ রান করেন তিনি। ৪৪ রান করেন ঋদ্ধিমান সাহা। ৩৭ রান করেন শামি। মধ্যপ্রদেশের হয়ে ৪ টি করে উইকেট নেন অনুভব আগরওয়াল এবং কুমার কার্ত্তিকে। একটি করে উইকেট নেন আরিয়ান পান্ডে এবং সারান্স জৈন।
জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে তাদের রান সংখ্যা ৩ উইকেট হারিয়ে ১৫০ রান। মধ্যপ্রদেশের হয়ে ৫০ রান করেন শুভাংশু সেনাপতি এবং হিমাংশু মন্ত্রী। মধ্যপ্রদেশের হয়ে এখন ক্রিজে রয়েছেন রজত পতিদার এবং শুভম শর্মা। ৩২ রানে অপরাজিত রজত। বাংলার হয়ে একটি করে উইকেট নেন মহম্মদ শামি, রোহিত কুমার এবং শাহবাজ আহমেদ।
আরও পড়ুন- রঞ্জিতে নজির অনশুলের, এক ইনিংসে একাই নিলেন ১০ উইকেট


 
 
 
 



































































































































